Hanuman Chalisa in Bengali Lyrics
Hanuman Chalisa in Bengali Lyrics ভগবান হনুমান-এর মহিমা, শক্তি, জ্ঞান এবং ভক্তিকে তুলে ধরা একটি অত্যন্ত পবিত্র স্তোত্র। গোস্বামী তুলসীদাস রচিত এই চল্লিশা পাঠ মানুষকে সাহস, শক্তি, আত্মবিশ্বাস এবং অশুভ শক্তি থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। এখানে আপনি দোহা সহ পূর্ণ হনুমান চালিসা বাংলা লিরিক্স পরিষ্কার, সহজ এবং পাঠযোগ্য রূপে পাবেন।
Hanuman Chalisa in Bengali || হনুমান চালিসা বাংলা লিরিক্স
দোহা
শ্রীগুরু চরন সরোজ রজ
নিজ মন মু্করু সুুধারি ।
বরনউ রঘুবর বিমল যশু
যো দায়কু ফল চারি ।।
বুদ্ধিহীন তনু জানিকে
সুমিরৌঁ পবনকুমার ।
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহে
হরহু ক্লেশ বিকার ।।
চালিশা
জয় হনুমান জ্ঞান গুণ সাগর ।
জয় কপীশ তিহু লোক উজাগর ।।
রামদূত অতি বল ধামা ।
অঞ্জনীপুত্র পবনসুত নামা ।।
মহাবীর বিক্রম বজরঙ্গী ।
কুমতি নিবারক সুমতি কে সঙ্গী ।।
কাঞ্চন বরন বিরাজ সুবেসা ।
কানন কুন্ডল কুঞ্চিত কেসা ।।
হাত বজ্র অউ ধ্বজা বিরাজে ।
কাঁধে মুঞ্জ জনেউ সাজে ।।
সংকর সুবন কেশরীনন্দন ।
তেজ प्रतাপ মহা জগবন্ধন ।।
বিদ্যাবান গুণী অতি চাতুর ।
রাম কাজ করিবে কাতুর ।।
প্রভু চরিত্র শুনিবে রসিয়া ।
রাম লছন সীতা মন বসিয়া ।।
সূক্ষ্ম রূপ ধরী সিয়হি দেখাভা ।
বিকট রূপ ধরী লঙ্ক জ্বালাভা ।।
ভীম রূপ ধরী অসুর সংহারে ।
রামচন্দ্র কে কাজো সাঁবহারে ।।
লযে সঞ্জীবন লছন জিয়ায়ে ।
শ্রী রঘুবীর হর্ষি উর লায়ে ।।
রঘুপতি কীণহী বহুত বাড়াই ।
তুম মম প্রিয় ভরতহি সম ভাই ।।
সহস্র বদন তুমহরো যশ গাবৈ ।
আস কহি শ্রীपति কণ্ঠ লায়ে ।।
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা ।
নারদ সারদ সহিত অহীশা ।।
যম কুবের দিগপাল যেখানে ।
কবি কোবিদ কহি সকে যেখানে ।।
তুম উপকার সুগ্রীবহি কীণা ।
রাম মিলায়ে রাজপদ দীনা ।।
তুমরো মন্ত্র বিভীষণ মানা ।
লঙ্কেশ্বর भए সব জগ জানা ।।
যুগ সহস্ত্র যোজন পর ভানু ।
লীল্যো তাহি মধুর ফল জানু ।।
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী ।
জলধি লাংঘি গয়ে অচরজ নাহী ।।
দুর্গম কাজ জগতে কে জেতা ।
সুগম অনুগ্ৰহ তুমরেতা ।।
রাম দুয়ার তুম রাখবারে ।
হোত না আজ্ঞা বিনু পয়সারে ।।
সব সুখ লহৈ তুমারী সরনা ।
তুম রক্ষক কাহু কো ডর না ।।
আপন তেজ সমহারো আপৈ ।
তিনহো লোক হাঁকতে কাঁপৈ ।।
ভূত পিশাচ নিকট নহি আবৈ ।
মহাবীর জব নাম সুনাবৈ ।।
নাসৈ রোগ হরে সব পীরা ।
জপত নিরন্তর হনুমত বীরা ।।
সংকট তেহন হনুমান ছুড়াবৈ ।
মন, বচন, কর্ম সন তে জব লাবৈ ।।
সব পর রাম তপস্বী রাজা ।
তিনকে কাজ সকল তুমি সাজা ।।
অওর মনোরথ জো কেউ লাবৈ ।
সোই অমিত জীবন ফল পাবৈ ।।
চার যুগ পরতাপ তুমারা ।
হৈ প্রসিদ্ধ জগত উজিয়ারা ।।
সাধু সন্ত কে তুম রাখবারে ।
অসুর নিকন্দন রাম দুলারে ।।
অষ্টসিদ্ধি নৱ নিধি কে দাতা ।
অস বর দিন জানকী মাতা ।।
রাম রসায়ন তুমার পাসা ।
সদা রহো রঘুপতি কে দাসা ।।
তুমারো ভজন রাম কো পাবৈ ।
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ।।
অন্ত কাল রঘুবীর পুর জায়ৈ ।
জহা জন্ম হরি ভক্ত কহায়ৈ ।।
অউর দেবতা চিত না ধরৈ ।
হনুমত সেঁহি সর্ব সুখ করৈ ।।
সংকট কাটৈ মিটৈ সব পীরা ।
যো সুমিরৈ হনুমত বলবীরা ।।
জয় জয় জয় হনুমান গুসাঁই ।
কৃপা করহু গুরুদেব কিঁাঁই ।।
যো শত বার পাঠ কর কেউই ।
ছুটহি বন্দি মহা সুখ হৌই ।।
যো ই পড়ৈ হনুমান চালীসা ।
হোই সিদ্ধি সাখি গৌরীসা ।।
তুলসীদাস সদা হরি চেরা ।
কীজৈ নাথ হৃदय মহ ডেরা ।।
দোহা
পবন তনয় সংকট হরণ
মঙ্গল মূর্তি রূপ ।
রাম লছন সীতা সহিত
হৃদয় বসहु সুর ভূপ ।।